যে মানুষ পুড়িয়ে তুমি আসতে চাও ক্ষমতায়
সেই মানুষকে ক্ষমতা পেলে কি দিবে তুমি ভাই।
গণতন্ত্রের নামটি করে মারছো মানুষ নেশার ঘোরে
পিপরার মতো মরছে মানুষ তোমার লালসায়।
গণতন্ত্রের চর্চা করো হরতাল অবরোধে
কোন সে তন্ত্রের চর্চা করো আগুন জ্বালিয়ে।
তোমার দেওয়া আগুনে পুড়ে ছাই হলো যে জনা
তার জীবনের মূল্য কী নেই হে গণতন্ত্র মনা।
তোমার চোখে দেখতে পায় হায়েনার হিংস্রতা
তোমার অন্তরে জনতা নয় বাস করে প্রতিহিংসা।
তুমি নাকি মহান নেতা বন্ধু গরিব দুঃখীর!
আমি তো দেখি তোমার হাতে খুন, অবুঝ শিশু নারীর।
তোমার মুখে কথার বাকে লুকিয়ে ভন্ডামি
অতীতে দেখেছি তোমাকেও কতটা দরদী।
আমজনতার মাথায় চড়ে বেল ভেঙে খাও নিরবে
সবাই তোমরা পেটপূজারি কেউ নয় দেশের তরে।