অতীত এর টানে ছুটে চলে মন
সুখ আর দুঃখ দিয়ে
গঠিত হয় অতীতের ক্ষন।


অতীত শূণ্য থেকে শূরু হয়
শূণ্যতে আবার হয় শেষ
তবু যে কাছে ডেকে চলে অতীতের আবেশ।


অতীতের কত আপন জন চলে গেছে
হারিয়ে গেছে অনন্তকালের মাঝে
আজও তাদের কথা বুকের ভেতরে বাজে।


অতীতের মধ্যে লুকিয়ে থাকে
যে কত হাসি,কান্নার ভুবন
ফীরে আর পাবেনা সেই অতীতের জীবন।