মা হলো সবার কাছে কত যে আাপন,
মায়ের সাথে যে মিশে আছে রক্তের বাঁধন।
আামর এ জীবন খানি তোমার জন্যই
পেয়েছি মা?
জেনে না বুঝে যে ভুল করেছি মা গো
আমাকে করো তুমি ক্ষমা।



মা তুমি আমার সব কিছু তোমাকে নিয়েই
আমার সপ্ন ধারা,
ভেঙ্গে যাবে মা হৃদয় খানি আমার যখনি
হবো মাগো তুমি হারা।



মা গো তোমার ছায়া তলে রেখে
ছিলে আমাকে
দিয়ে ছিলে ভালোবাসা আকড়ে
রেখে ছিলে তোমার বুকে।
যেন মা গো তোমায় ছেড়ে হারিয়ে
না যায় কখনও,
মিষ্টি করে তুমি মা গো সোনা মনি
বলে ডাকো আমায় এখনও।



মা গো তোমার ভালোবাসাই অমৃত স্বাদ যেন!
মা তোমার আদর কত যে মধুর আর
শান্তির পরশ হলো মা গো তোমার স্নেহ।