এই উদাস দুপুরে মনটা ভালো নেই
মনের ভেতরটা জানি কেমন করে!
কেন জানি অজানা কথা গুলি
ডাকে আমায় পিছু ফিরে।


আমার চারদিকে শুধু সূর্যের আলো
করে আপন মনে খেলা,
উত্তাপ ক্ষনে নিরবে একাকি মনে
কাটে যে আমার দুপুর বেলা।


এ দুপুর বেলাই চেয়ে থাকি অপলকে
দিগন্তের দিকে তাকিয়ে,
একলা মনে অনেক দূরে চলে যাবো
আনতে পারবে না কেও ফিরিয়ে।


একথাটা বলি তবে কেন বুঝিনা
এটা মনের কথাতো নয়?
কি যে করি কিছুই ভেবে পাইনা
ভালো লাগেনা এ সময়।


চেনা পথটা ধরে হাজারও পথ পাড়ি
দিয়ে চলে যাই কোন সে অদূরে,
হাঁটতে হাঁটতে তাই ক্লান্ত লাগে তবে
কি করার আছে এই উদাস দুপুরে।