অভিলাষটাকে ছেড়ে পেলাম নাতো মুক্তি
মানবিকতার কাম্যতাতে রয় না যে ভক্তি।
অস্তির আবসন মূল্যতা বিহীন
মনচুরা পাখীটা আনমনা হীন।
কল্পনার মায়া জালে বন্দি ভালোবাসা
মেঘ হীনা আকাশে ঝরে যেন বরশা!
বর্বরতার প্রান্ত জুড়ে সীমাহীন চাওয়া
চলতে চলতে চেনা পথে হটাৎ থমকে যাওয়া?
অবসরহীন হয়ে থাকে বর্তমান সময়
হৃদয়টা আকার নেয় বিবর্নতাই।
জীবনটা জুড়ে রয় সল্পতার অনুচ্ছেদ
ছড়িয়ে পড়ে আছে শুন্যতার অবিচ্ছেদ।
আলোময়ি আকাশটা হয় আঁধার কালো
ফেলে আসা ভাবনাই আঁখী ছলো ছলো!
যন্ত্রনা দেয় সে পুরোনো কথা গুলি
রক্তিম আভায় বিদায় নেই দিনের গোধূলি।
বিষ্মিত হয়ে থাকে অবেলার পথ খানি
মিটাতে পারে কি তৃষ্ণাটাকে এট ফোঁটা পানি।
বিপন্নতার পথে এগিয়ে যাওয়াটাই ভুল
চির বাসনায় দিয়ে যাওয়া ছিন্ন মুকুল।