কে তুমি অচেনা বন্ধু
দিতে চাও হৃদয়ে স্থান।
ক্লান্ত নীরব গভীর রাতে
মিষ্ট কথায় জুড়াও প্রাণ।
ভিন্ন রুচি ভিন্ন দেশ
ভিন্ন তোমার কথা বেশ।
তবুও গড়ছো মায়ার বাঁধন
হৃদয়ে বিশ্বাস নতুন আবেশ।
আমিতো শস্য শ্যামলা বাংলাবাসী
একটু ভালোবাসার তৃষ্ণার্ত অভিলাষী।
আর তুমি সুদূর মরুবাসি
তবুও যেন শীতল মরুদ্যান।
তোমার সান্নিধ্য ফুলের সুবাসসম
হৃদয়ে জাগে খুশির বান।


রচনাকাল: ভোর 4 AM
তালডাঙা 05.04.2023