আজকাল রোজ চেষ্টা করি
নতুন করে জীবন বাঁচতে।
রোজ বাহারী শাড়ী পড়ি
মিথ্যা রঙিন জীবন দেখাতে।
কাজলের মায়াবী রেখায় সাজি
দুচোখের শূণ্যতাকে ঢাকতে।
যে হাসি মিলিয়ে গেছে
বিরূপ প্রতারক সময়ের স্রোতে।
কৃত্রিম রঙে রাঙিয়ে ঠোঁট
হাসি প্রসন্নতা আকিঁ মুখেতে।
কিছু সুগন্ধি প্রসাধনীর আড়ালে
লুকিয়ে ফেলি প্রকৃত নিজেকে।
ভুলতে অতীতের সুখ সবকথা
সদা কর্মব্যস্ত রাখি নিজেকে।
অতিপরিশ্রমী ক্লান্ত অবসন্ন হই
ভুলতে প্রিয় তোমাকে ভুলতে।
যাই বহুদূর প্রকৃতির কোলে
যেখানে নিস্তব্ধতা নির্জনতা মেলে।
এক খতবিখত বিধস্ত হৃদয়
মনের অন্তহীন বিষন্নতা ভুলতে।