কন্যাসন্তান অতি অপাঙক্তেয় আমি
আজন্ম সহিলাম অজস্র লাঞ্ছনাবাণী।
জন্মমাত্র জন্মদাত্রীর মুখ হইল ভার।
কহিলেন ক্রোধভরে কটুবাক্য অপার।
স্তম্ভিত সকলে ধাত্রীমাতা শুশ্রূষাকারী
জন্মদাত্রী উদ্ধত নিজসন্তান হত্যাকারী।
পরমস্নেহে রক্ষা করি বক্ষে ধরিল পিতা
যথাসাধ্য যত্ন করি পালিলেন দুহিতা।
অদৃষ্ট নিল কাড়িয়া পিতা পরম আশ্রয়
জীবন পথ দেখাইল আপন কেহ নয়।
পরিবার পরিজন করিতে চায় নিপীড়ন
অসহায় শিশুমন সহিল নিষ্ঠুর নির্যাতন।
ভাগ্য দিয়াছিল শিক্ষা সংস্কার সদগুণ
তাহাই হইলো সম্বল ফুটিল কমলমন।
ঈশ্বর হন পিতামাতা বন্ধু জগৎপরিত্রাতা
বিশ্বাসীমন করিল জীবনপথে শুভযাত্রা।
আজীবনসাথী অকারণ শ্লেষ কটূবাণী
প্রস্তরসমমন অবিচল নীরব প্রতিবাদিনী।


কবিতা আসরের সকল শ্রদ্ধেয় কবিকে ও কবিতা পাঠককে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।আমি কৃতজ্ঞ,একবছর হলো আমি এই আসরে লেখা প্রকাশ করছি এবং সকল গুণীকবি গুরুজনদের স্নেহ আশীর্বাদ পাচ্ছি।সকলে সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন অনেক লিখুন এই শুভকামনা ঈশ্বরের কাছে।