সতত পরিবর্তনশীল জগত
প্রতিদিন ধরিত্রীর বেশসজ্জা নতুন।
আধুনিক থেকে অত্যাধুনিকতায়
বদলায় রোজ শহর নগর গ্রাম।
নিত্য নতুন কতো নির্মাণ
গড়ে ওঠে চারিদিকে।
তবু কই গড়ে না তো
মনুষ্যত্ব প্রেম ধরণীতে।
ভাঙে রোজ কত মন
বিশ্বাসহীন দিশাহারা জীবন।
সময়ের স্রোতে ভেসে যাওয়া
এইতো ললাট লিখন।
খুঁজো না কখনো খুশি
অন্য কারো মাঝে।
খুঁজে নাও খুশিটুকু
নিজমন নিজকর্ম মাঝে।
আত্মগুণ অনুসন্ধানী হয়ে
আত্মতৃপ্তিতে মগ্ন হতে হবে।
তবেই কঠিন জগত আলয়
সহজ সুন্দর মনে হবে।


সোমবার  দুপুর 3.30 PM
09.01.2023 চন্দননগর