আমি কন্যা সন্তান অপাংক্তেয়
আমার মুখ দেখা পাপ
জন্মেই কেন মরলি না!
কন্যা সন্তান মানে অলক্ষ্মী
পরিবারের দুশ্চিন্তা এক বোঝা!
তবে কেন সেবাশুশ্রূষার জন্য
শুধু আমাকেই হয় খোঁজা?
তখন আমি সবার আপন
সবার পূর্ব জন্মের মেয়ে!
আর প্রয়োজন ফুরিয়ে গেলেই
আমি অনাকাঙ্ক্ষিত এক মেয়ে!
শতকথার আঘাতে ছিন্নবিচ্ছিন্ন করবে
আমার হৃদয় অলিন্দ নিলয়!
স্মৃতির স্নায়ুকোষে লিখে দেবে
তীব্র কটুকথা যেন পাথরখোদাই!
মুছবে না আর কোনদিন
আমৃত্যু মনে রইবে সব।


অনেক সয়েছি নিশ্চুপ হয়ে
নিজেকে দিলাম আজ মুক্তি
আর পাবে না সেবাযত্ন
বলো তোমরা শত মুখে
"গায়ত্রী অনেক বদলে গেছে"
হ্যাঁ সত্যিই বদলে গেছি আমি
একটু শান্তির তীব্র আকাঙ্ক্ষায়
মিথ্যে রক্তের সম্পর্ক ভুলেছি‌।
একাকীত্বকে আপন করেছি
নিজ নারীত্বের অবমাননা রুখতে।