তুমি সুন্দর
সূর্য্যসম দীপ্ত
নয়ন মনোলোভা!

তুমি মরীচিকা
অমোঘ আকর্ষণ
অধরা ভালোবাসা!

তুমি মৌনমুখর
আমার মনোজগৎ
সুশোভিত চন্দ্রশোভা!