তোমার দিন ভরা ব্যস্ততা
আমার অন্তহীন অপেক্ষা।
কথাকলিগুলো আর
ফুল হয়ে ফোটে না।
দিনের প্রখর আলো আর
শূন্যতাবোধ ভোলাতে পারে না।
পাহাড় সমান মনোভার
বন্ধ করেছে হৃদয়ের দ্বার।
দেবো না কাউকে আর
হৃদয়ে প্রবেশের অধিকার।
সততা ধর্মের পথে চলে
দেখি জীবন আঁধার গহীন।
শীতল নদীর মিষ্ট জল
জীবন মরুতে হলো বিলীন।


রচনাকাল:
রাত 11.00 PM
বুধবার
18.01.2023
চন্দননগর