কখন যে ভাঙিল মন
শত খন্ড কাঁচের মতন।
অদৃশ্য শর বিদ্ধ শরীর
অসহ্য যন্ত্রণা তীব্র দহন।
আঁখি আর বয় না
হৃদয় কথা কয় না।
স্তব্ধ বর্ণহীন নিষ্প্রাণ সব
আবেগ মায়া জীবনের কলরব।
নিভৃতে নিথরে বসিয়া শুনি
গর্জে অতল সমুদ্র মহামুনি।
যেন গুরুজনতুল্য শাসন বারণ
আমার তরে ভৎসনা ধ্বনি।
"সত্য স্বীকার করো নির্বোধ
ছিন্ন করো আসক্তি মায়াবোধ।
ভালোবাসা আসিবে না ফিরে
সে নোঙর বাঁধিছে নতুনতীরে।
যাও ফিরে নিজ গৃহপ্রাঙ্গনে
হও নির্বিকার রও ঈশ্বরচরণে।"