তুমি শুনিতে কি পাও
আমার অন্তরের তীব্র আর্তনাদ
কতো রুধীরাশ্রু বহে যায়
অনিদ্রিত রাত্রি শত মর্মাঘাত
কেন বাঁধিলে সরল মন
প্রেম মায়া আশা বন্ধনে
কেনই বা ছিঁড়িলে মণিহার
কি অপরাধ হলো কোনক্ষণে
উত্তর দাও সুহৃদ প্রিয়তম
মৃতপ্রায় হৃদয় তুমি বিহনে
আঁধার নিস্তব্ধ রজনী পোহায়
জাগ্রত হয় প্রাণচঞ্চল নবঊষা
তপ্ত রক্তাভ সজল আঁখি
এ দেহে ক্লান্তির গুরুভার
ফিরে এসো প্রিয় নিজগৃহে
তোমার প্রতীক্ষায় আজও উন্মুক্তদ্বার।