রোজ ঘুম চোখে শুনি
ভোরের আজান ধ্বনি।
অর্থ বুঝিনা শুধু শুনি
ভক্তিভাবের সুমিষ্টধ্বনি।
দুই দশক ধরে শুনি
একই আকুল কন্ঠধ্বনি।
কি যে মধুরতা আছে
ঐ বৃদ্ধ কন্ঠ মাঝে।
যেন তার হৃদয়বীণা বাজে
প্রতি প্রভাত প্রতি সাঁঝে।
আল্লাহ নামে মুখরিত চারিদিক
শুনে অভিভূত হয় মন।