আসে দেবী দুর্গা
ন্যায় বিচার হয়না!
বঞ্চিত শোষিত ধরা
পরিবর্তন কিছু হয়না!
রঙিনমুখ হয় আঁকা
হৃদয় উদার হয়না!
কুটিলতার বিষ ভরা
আত্মগ্লানি বোধ হয়না!
আজীবন অনিষ্ট কর্মা
অনুশোচনা কভু হয়না!
পুষ্পাঞ্জলি উপোসী ধর্না
দেবীমনে প্রসন্নতা হয়না!
নীরবদর্শক ক্ষোভিত দুর্গা
আশির্বাদিকা রূপ হয়না!
নিজমন অসুরত্ববধ বিনা
দুর্গাপূজা সফল হয়না।



এই লেখায় মানুষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছি। কিছু মানুষ মনে করে পূজা মানে নির্জলা উপোসী থেকে কিছু পূজা সামগ্রী ঈশ্বরকে নিবেদন করলেই ঈশ্বর প্রসন্ন হবেন ও কৃপা করবেন। গীতায় বলে ঈশ্বর সততা পবিত্র মন মানসিকতায় প্রসন্ন হন। কিন্তু বর্তমানে উপোসী থেকে পূজা দিলেই ঈশ্বর প্রসন্ন হবেন এটাই সমাজের ভাবনা হয়ে উঠেছে।সৎ সুন্দর নিষ্পাপ মানুষকে আঘাত করে দুঃখ বেদনায় জীবন ভরিয়ে দেবার পরে তারা ঘটা করে উপবাসী থেকে অঞ্জলি দেয়!ঈশ্বর কি এতে আদৌ প্রসন্ন হন?পূজা গ্রহণ করেন? আমার জীবনবোধ ও জীবন অভিজ্ঞতা বলে ঈশ্বর দেরীতে হলেও ন্যায় করেন ও প্রত্যেক কুকর্মের ফল পেতেই হয়। নিষ্পাপ অসহায়কে কষ্ট দেবো না..এই মনোভাব না রাখলে ঈশ্বরের পূজা বৃথা, ঈশ্বর অবশ্যই মুখ ফিরিয়ে থাকবেন।