স্কন্দমাতাদেবী কার্তিকেয়মাতা দেবী পার্বতী
পূজিতা শারদ শুক্লপক্ষ পঞ্চমী পূণ্যতিথি।
শ্বেত পদ্মাসনা দেবী চতুর্ভূজা ত্রিনয়নী
শ্রুভ্র বর্ণা শশীপ্রভা সমুজ্জ্বলা প্রফুল্লবদনী।
পট্টাম্বরপরিধানা মৃদুহাস্যা রত্নালঙ্কারভূষিতা
যুগ্মহস্তে শ্বেতপদ্মধারিণী অভয়প্রদায়িণী।
দক্ষিণ অঙ্কে পুত্র বালক স্কন্দ ধারিণী
স্নেহময়ী মাতৃরূপ অতীব মনোহারিণী।
পরমান্নে সন্তুষ্টা দেবী মহামায়া স্কন্দমাতা
পার্থিব অপার্থিব সুখ ও প্রজ্ঞাদায়িণী।
রক্তকরবী পুষ্পে সুগন্ধি চন্দনে প্রীতাদেবী
ব্রহ্মময়ীজগৎমাতা ভক্তমনোবাঞ্ছাপূর্ণকারিণী।



মর্মার্থ: শারদ শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে মাদুর্গার একরূপ স্কন্দমাতাদেবীর পূজা করা হয়।দেবীর চারহাত,তিন নয়ন, ফর্সা রং।পাট বস্ত্র ও রত্ন অলংকার পরেন। সিংহ তার বাহন। মুখে সর্বদা হাসি থাকে।সাদা পদ্মফুলের উপর বসেন। দেবীর উপর দুই হাতে সাদা পদ্ম ফুল,কোলে পুত্র কার্তিক থাকে।অন্য হাতে অভয়প্রদান করেন।দেবী লাল রঙের করবীফুল আর চন্দনে সন্তুষ্ট হয়ে যান।পায়েস খেতে ভালোবাসেন। অল্প সাধনায় দেবী সন্তুষ্ট হয়ে যান। জগতজননী ভক্তদের পার্থিব অপার্থিব সুখ ও জ্ঞান দান করেন। ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন।