রোজ পাঁচ মিনিট সময়
একটু দেখা কথা বলা
খুব কি অন্যায় দাবী
একজন স্ত্রী বা প্রেমিকার?
তুমিই নিজ যত্ন দিয়ে
গড়ে তুলেছিলে প্রেম বিশ্বাস
আজীবন অবিচ্ছেদ্য সম্পর্কের আশ্বাস
তুমি হয়েছিলে মনের আশ্রয়।
সুখ দুঃখের সাথী হবে
নির্দ্বিধায় বলবো তোমায় সব
যা কিছু প্রাণের কলরব
খুব কি অন্যায় দাবী আমার?
কৈশোরে হারিয়েছি পিতার আশ্রয়
হারিয়েছি যেন জগত আশ্রয়
ভেবেছিলাম তুমি হবে পরমনির্ভরতা
গুরুজনতুল্য চরণে ঠাঁই দাতা।
ভেবেছিলাম পেয়েছি জগতশ্রেষ্ঠ প্রেম
কিন্তু আজ বুঝি আমি ভুল
তুমি চেয়েছো নুন্যতম অধিকারহীন
নির্বোধ দাবীহীন বোবা ফুল!
না কোন ইচ্ছা না কোন আবদার
আজীবন থাকবে তোমার পথচেয়ে
পৃথিবীর এককোণে রইবে পড়ে
তোমার খেলার পুতুল হয়ে!