জনস্রোত আজ শহর জুড়ে
হাসি মাখা মুখ চারিধারে।
বোরখা পড়া নবীন চোখে
কাজল আঁকা যত্ন করে।
ব্যস্ত সবাই কেনাকাটায়
খুশির ঈদ সবার ঘরে।
শোরগোল আর হাঁক ডাকে
ব্যস্ততা মনোহারী পসরার ধারে।
রঙবেরঙের বাহারি কাঁচের চুড়ি
পড়ছে সবাই দুহাত ভরে।
মায়েরা আবার ব্যস্ত বড়ো
নতুন কাপড় সুদৃশ্য পর্দাচাদরে।
কাঁচের বাসন শুকনো মেওয়া
নরম জুতো সুগন্ধি আতরে।
পুরুষ কেবল সঙ্গী তাদের
শিশু কোলে প্রেম নীরবে।
কানের দুল ঝুমকো বালা
সাজানো সব থরে থরে।
কিনে দিলেই খুশির মেলা
প্রেমের প্রকাশ ঈদের বেলা।
দুচোখ ভরে দেখি আমি
ঝুলবারান্দা হতে সারা বেলা।