কোজাগরী নিশি
পূর্ণ চন্দ্র শোভিত
গগন সীমানায়।
কোলাহল মুখর
আজ প্রতি গৃহকোণ
আলোকিত দীপমালায়।
বহিছে মলয় বাতাস
সজ্জিত প্রতিটি দুয়ার
মনোহর আলপনায়।
বাজিছে শঙ্খধ্বনি
অখন্ড ঘৃতদীপ জ্বালি
আজ অপেক্ষায় অবনী।
আসিবে দেবী কমলা
বর্ষিবে পরমকরুণা
ধরণী হইবে শস্যপ্রসবিণী।
দুর্গতি হইবে দূর
কোমল চরণ স্পর্শে
দিকেদিকে আহবানধ্বনি।
আশা ভরা মন
পাতিয়াছে সযত্নে আসন
করিছে ভক্তি অর্পণ।
পুষ্প মাল্য ধূপদীপে
রমণীগণ করিছে দেবীবরণ
মাতালক্ষ্মী প্রকৃতিস্বরূপিণী।