আকাশের ঐ দুধ সাদা মেঘ জানে
আমার মনের ভাবনা যতো।
প্রশ্ন করে আমায়,
বলে কি দেবো তাকে?
তোর গোপন প্রেমের কথা।
আমি বলি তাকে,
সে তো অনেক দুরে থাকে।
মেঘ হাসে আর বলে,
ছোট্ট এই পৃথিবী
নয় সে তো বহুদূর।
মিলে যেতে দুটি মন
লাগে না তো বেশিক্ষণ।
বলে দে আজ তাকে
যতো কথা আছে তোর বুকে।
রাতের তারারা বলে
আর কতক্ষণ আমাদের দিকে
তাকিয়ে রইবি নিষ্পলকে?
যা,বলে দে আজ তাকে
তোর মনের ভাবনা যতো।
কেন থাকিস তুই চুপ করে?
তোর কিসের অহংকার এতো?
ভিখারিণীর মতো অহংকারহীন হয়ে
যা তার কাছে,
একবার চেয়ে দেখ নতশীরে
ভালোবাসার ভিক্ষা তার কাছে।
লজ্জাসংকোচহীন হয়ে,বল তাকে,
ভালোবাসি আমি তোমাকে।
তবুও যদি ফেরায় সে তোকে
তখন না হয় রইবি দিবানিশি ঠায় বসে।
তখন আমরাও রবো নীরব হয়ে।
সাক্ষী রবো তোর ব্যর্থ প্রণয়ের
আর তোর চোখের জলের।