উড়িয়ে দিলাম মন ঘুড়ি
যাক ভেসে যেদিক খুশি।
দুরন্ত খেয়ালী বাতাস এসে
দখল নেবে মিষ্টি হেসে।
হারাবে পথ মেঘের দেশে
বাঁধন ছাড়া একলা ঘুড়ি।
স্বপ্নগুলো রইল পিছে পড়ে
ঝরা কৃষ্ণচূড়া বকুল হয়ে।
শ্রাবণ এসে ভাসিয়ে দিল
জীবন কঠিন প্লাবন স্রোতে।
একলা হলো বেরঙ হলো
লাটাই ছাড়া ঘুড়ি হলো।
আবেগ মোহ হারিয়ে গেল
তিক্ত কঠোর জীবন অনুভবে।
সমাজ বাঁধন ছিঁড়ে দিলাম
অনেক চাওয়া ভুলে গেলাম।
গোধূলির লাল রঙিন আলোয়
মনঘুড়ি উড়িয়ে দিলাম শেষে।
যাক ভেসে যেদিক খুশি
ঝড়ো হাওয়ায় টানে ভেসে।


রচনাকাল: দুপুর 1.15
সোমবার 31.07.2023
চন্দননগর