প্রণাম তোমায় গুরুদেব
আশ্রয় দাও শ্রীচরণ
ভুলাও দুঃখ সন্তাপ
নির্লিপ্ত করো মন
কতকাল শুনিনি আমি
তোমার মিষ্ট বচন
আঁধার দেখি সম্মুখ
দিশাহীন হয়েছে জীবন
কত অব্যক্ত কথা
বেদনার ভার আছে
অন্তর্যামী পূণ্যাত্মা তুমি
সবকিছু নাও জেনে
মুক্ত করো মনমলিনতা
গড়ো আমায় নবরূপে
পরবাসী পথভ্রান্ত মন
ফিরাও আমায় আমাতে
কেমন যেন অচেনা
অন্যমানুষ লাগে নিজেকে
আমি ফিরতে চাই
সেই পুরাতন আমিতে
তোমার পদসেবায় ব্যস্ত
সহজ সরল আমিতে
খতবিখত হৃদয়ে নয়
কোমল নিষ্কলুসিত হৃদয়ে
ফিরাও আমার মনকে
প্রিয়তম অতীত হতে
ব্যর্থতার গ্লানি হতে
ঈশ্বর পদ প্রান্তে।


আমার পরমপূজ্য গুরুদেব আমার বাবার পরমবন্ধু আমার জ্যেঠু।তাঁর কাছে আমি প্রতিদিন পিতৃতুল্য স্নেহ পেয়েছি।এই লেখা আমার জ্যেঠুর জন্য শ্রদ্ধাঞ্জলী।