নেবে গো কুলের আচার
টক ঝাল মিষ্টি ?
তেঁতুলআচার আমড়ামাখা
নুন ঝাল পেয়ারা মিষ্টি?
হাক দিয়ে যায় আচারওয়ালা
নিয়ম করে রোজ দুপুরবেলা
এমন প্রাণের ডাক শুনে
ঘরে থাকা আর যায় কি?
দৌড়ে চলি দরজা খুলি
এক নিমেষে বয়স ভুলি।
শালপাতাতে একটু আচার
আহা কি স্বাদ মরি মরি!
মনে পড়ে কতো কথা
ফিরে পাই যেন ছেলেবেলা।
খেতাম কতো বোন বন্ধু মিলে
রোজ ইস্কুলেতে টিফিনবেলা।
ওযে অমৃত স্বাদ যায় না ভোলা
রান্নাঘরে বয়ান থেকে চুরি করা!
আচার মানেই অনেক হাসি
ফিরে পাওয়া মধুর বেলা!


রচনাকাল: 04.30 PM
শুক্রবার 24.02.2023