চলেছি মন্দিরের পথে
তবু মন নেই সাথে।
দেখি কুয়াশায় ঢাকা মাঠ
সবুজ ফসলে ভরা।
ঝরা কৃষ্ণচূড়া লালপলাশে
সেজেছে মন্দির উঠানপথ।
কষ্ট লাগে নিষ্পাপ ফুল
দুপায়ে মাড়িয়ে যেতে।
শুনি মন্ত্রোচ্চারণ ঘন্টাধ্বনি
হাসি কোলাহল পূর্ণ পরিবেশ।
তবু মন বিষন্ন নিশ্চুপ
নেই খুশির আবেশ।
বাজছে কাসর বাজছে ঢাক
উঠছে জয়মা জয়মা রব।
কাপালিক প্রস্তুত
দেওয়া হবে পশুবলি।
কিসে সন্তুষ্ট হয় ঈশ্বর?
নীরবে নেয় কতো মনবলি?
প্রার্থনার মূল্য কোথায়?
ঈশ্বর সত্য নাকি মিথ্যা?
পাথর মাটি খড়ের পুতুল?
মনগড়া অবাস্তব চোরাবালি?

রচনাকাল:সকাল 9:00 AM
বৃহস্পতিবার 23.02.2023


কালনা,বর্ধমানে এক মন্দিরে যাওয়ার পথে মনে আসে এই লেখা।এই মন্দিরে প্রায় দিন বলি হয়।আমি পশু হত্যা বা বলির বিরুদ্ধে।রামকৃষ্ণ পরমহংস দেবের মত আমার পছন্দ।