সরকারি হিসাব বলে
ক্রমশ ঊর্ধ্বমুখী শিক্ষিত মানুষের হার।
চেয়ে দেখি কোথায় প্রকৃত শিক্ষিত মানুষ?
শুধুই মনুষ্যত্বের হার।
পঙ্কে নিমজ্জিত সবাই
করে প্রযুক্তির অপব্যবহার।
আবালবৃদ্ধবনিতা উচ্চশিক্ষিত
জ্ঞানী গুণী বিদ্বজন
বাকি নেই কেউ যেন আর।
সোশ্যাল মিডিয়া আজ শিক্ষক!
কতো চেষ্টা চলে শেখাতে অনাচার।
তবু গুটি কয়জন আছে
ন্যায়-নীতি জ্ঞান সম্পন্ন।
তাদেরও করতে চায় সমাজ
নীচ হীনমন্য।
কত লিখিত সন্দেশ আসে অবিরত
"হও আধুনিক, দাও আর নাও
আজকাল সমাজে এটাই প্রচলিত।
তুমি বোকা
তাই আজও অবগুন্ঠিত নারী।
হও চালাক,
জীবন হবে সুখের শয্যা,হও ব্যভিচারী।"
পঙ্কেই ফোটে পদ্মফুল
দেবতার অতি প্রিয় ফুল।
স্থান তার চিরকাল দেবতার পায়
কিছুতেই হবে না তার স্খলন।
নিপাত যাক অতি নীচ
পঙ্কের কীট সকলজন।