ভোরের ভ্রমর আমি
ফিরি ফুলে ফুলে
মধু আহরণে।
সুবাসিত চারিদিক
মুখরিত মন অধিক
প্রিয় তবো আগমনে।
বসন্ত সমীরণ
নিভৃতে করিছে চুম্বন।
শিহরিত মনপ্রাণ
অভিভূত দেহখান।
জীবন নদী
উঠিছে জাগি
দুর্বার খরস্রোত।
প্লাবিত হৃদয়
নাহি মানে
কিছু ভয়।
ফাগুন আগুনে
মন হারালো
কোন ক্ষণে।
জানি না আমি
জানি না আজও
প্রেমের কি হয় মানে।