কে গো তুমি নিশীথিনী
ডাক দিয়ে যাও অন্য পারে।
চুপিসারে আঁধার রাতে
আসছো তুমি আমার ঘরে।
দুঃখ জ্বালা সব ভুলায়ে
মোহিত করো এক নিমেষে।
ধূলার 'পড়ে রাখছো চরণ
বলো, কি অভিসার তোমার মনে?
শ্বাসের বাঁধন দাও না ছিঁড়ে
চলো না নিয়ে আলোকপুরে।
মায়ার বাঁধন রইলো পিছে
তবে দেরি কেন করছো মিছে।
মন রয় না যে আর ব্যর্থ নীড়ে
নাও ফিরিয়ে আপন ক্রোড়ে।
ব্যাকুল হয়ে তাকিয়ে থাকি
আসবে কখন তুমি নিতে।
দেখা পাবো কবে এলোকেশীরূপ
ভুলে যাবো সব বেদনাবিধুর।
বক্ষে ধরে পরম স্নেহে
নিয়ে যাবে অন্য পারে।