যেও না মহানবমী নিশি
থাকো কিছু সময় আর।
বিরাজ দেবী মোর গৃহে
আছে কত কথা বলিবার।
পার্থিব জীবন দিলে তুমি
দিলে বিবেক বুদ্ধি উপহার।
একাকী জীবনপথ রুক্ষ বন্ধুর
হও সুখদুঃখের সাথী আমার।
জাগ্রত করো নির্লিপ্ত হৃদয়
নির্বাপিত করো দহন মনোভার।
একাগ্র করো প্লাবিত করো
মন ভক্তি ধ্যানচিন্তনে তোমার।
সহনশীল ধীর স্থির করো
ঔদার্য্য ধৈর্য্যগুণ দাও অপার।
স্নেহ পরশে আবেশিত করো
নিয়ে চলো আনন্দহরষের দ্বার।
সময় কেন এতো দ্রুতগতি
ব্যগ্রতা তোমার ফিরে যাবার।
থাকো মা আমার সম্মুখে
উৎসবপ্রহর যেন নাহয় পার।