আজ সেই দিন
শেষ দেখার দিন।
তুমি ডান হাত বাড়িয়ে বলেছিলে
"গায়ু,আমায় ছেড়ে যাস না"।
আমি বলেছিলাম-
আমি কাল ঠিক আসবো।
বিধাতা বিমুখ
যেন অট্টহাসি হেসেছিল সেদিন।
কাল আর দেখা হলো না তোমার সাথে।
ভয়ঙ্কর সকাল এলো কাল হয়ে।
সেদিন আমি দাঁড়িয়েছিলাম
তোমার ডান পায়ের কাছে।
মনে হয় আজও দাঁড়িয়ে আছি সেইখানে।
থমকে গেছে জীবন ঐখানে।
অনন্তকাল যেন রইবো
তোমার পায়ের কাছে দাঁড়িয়ে।
তোমাকে ছেড়ে সিড়ি দিয়ে নামার সেইক্ষণ
তোমার অসহায় আর্তনাদ
যেন আজও শুনি
দেখি চোখের সামনে
সব জীবন্ত মুহূর্ত।
কতো নির্ঘুম রাত্রি যায় বয়ে।
আমার চোখের জলে
আজও বালিশ যায় ভিজে।
জানি নশ্বর পৃথিবী
তবু মায়ার বাঁধন না পারি ছিঁড়তে।