তোমার ভাষায় আমি হিসাবী
হ্যাঁ সত্যিই আমি হিসাবী।
তোমার আমার মাঝে আছে
সীমান্ত কাঁটা তারের বেড়া।
বিদ্বান গুণী মানুষ তুমি
মাসে একদিন পাই দয়া।
দেখি একবার স্বামী প্রিয়মুখ
এই তো অনেক পাওয়া।
মনে থাকে তোমার প্রতিকথা
থাকে ডায়েরি পাতায় লেখা।
কোন‌ মাসে কোন দিন
হয়েছিল তোমার মুখ দেখা।
প্রতি মাসে তোমায় বলি
একমাস দেখিনি তোমার মুখ।
তোমার সময় সুযোগ হলে
আমাকে একটু সময় দিও।
জানি তখনই বলবে তুমি
"এতো হিসাব কেন করো?"
কি করে বোঝাই তোমায়
হিসাব করি না প্রিয়তম।
যখন তোমায় দেখি শুনি
মনে থাকে সেই শুভক্ষণ।
অনেক অপেক্ষা খুব আকাঙ্ক্ষিত
অমূল্য উপহার অতি প্রিয়।
হ্যাঁ আমি মেনে নিলাম
সত্যিই আমি খুব হিসাবী।
কতটুকু সময় পেলাম তোমায়
হিসাব ডায়েরী পাতায় লিখি।