মনের গহীনে
কখন তোমার নামটি লেখা হলো
সে তো আমি নিজেই জানিনে।
আমার মনোবীণায় বাজছে শুধু
তোমার দেওয়া সুর।
সকাল সাঁঝে শুনছি আমি
তোমার কন্ঠ সুমধুর।
দিবানিশি মন উদাসী
চাতকিনীসম রই যে আমি বসি।
শুধু তোমার প্রতীক্ষায়
দিনগুলি মোর যায়।
তোমার বিহনে
আমি থাকি কেমনে?
সদা জাগ্রত তুমি
মোর মনের মন্দিরে।
পলাশ ফুলের আগুনছোঁয়া
লাগল কবে প্রাণে
সে তো আমি নিজেই জানি নে।
তোমার নামে এ জীবন
করেছি উৎসর্গীকৃত।
তোমার মনের মাঝে
আমি পেয়েছি খুঁজে অমৃত।