প্রেমে পড়ার বয়স
কবেই তো গিয়েছে চলি।
তবু বারে বারে আমি
প্রেমেতেই যাই পড়ি।
শত সহস্র বার পড়ি
যতবার দেখি
ততোবার পড়ি
তোমার ঐ প্রিয় মুখখানি।
কি দুর্নিবার আকর্ষণ!
তোমার আছে হে সুদর্শন!
আমি কেমনে তা অস্বীকার করি।
জীবন ভবের খেলায়
আমার সঙ্গী হয়েছো তুমি।
ভালোবাসি আমি তোমায়
হৃদয় উজাড় করি।
মধুপ যেমন ধায়
ফুলের পরাগ পানে।
আমিও তেমন চলি
তোমার উজান টানে।
আমার সকল পূর্ণতা
তোমার কাছে।
আমার সকল ব্যাপ্তি
তোমার মাঝে।
আমি যে তোমার কামিনী।
আমি লক্ষ কোটি বার
জন্ম লভিতে চাই।
হতে চাই শুধু তোমার,
শুধু তোমার বসন্তফাল্গুনী।
আমি হতে চাই শুধু তোমার,
এক অনিন্দ্য প্রেমের কাহিনী।