** বন্ধু আবু তাহের খোকনকে নিবেদন করছি।


আজকে আমার মনটা খুশি
বেজা....য় খুশি,
চাইলে তোমায় দিতে পারি
কঞ্চি দিয়ে বানিয়ে বাঁশি।
সেই বাঁশিতে সুর লাগিয়ে
ইচ্ছে হলে শুনতে পারো,
ইচ্ছে হলে তা ধিন তা ধিন
তা ধিন করে নাচতে পারো।
আজকে আমার মনটা খুশি
বেজা.... য় খুশি,
চাইলে তোমায় দিতে পারি
চালকুমড়োর ছোট্ট কুশি,
একটুখানি মাসের ডালে
মিশিয়ে দিলে সেই সে কুশি,
কুমড়ো বড়ি পড়বে পাতে
দেখবে সবাই কত্ত খুশি!
খুশির সাথে হাসির মিশেল
ভাবতে কেমন লাগছে বলো?
কাঠবিড়ালি বসবে খেতে
ইচ্ছেমতো ডুবিয়ে নুলো।
তারপরে কি হবে বলো
জানতে তোমার ইচ্ছে করে?
আজকে বাপু আর হবে না
বাকীটুকু বলবো পরে।