অপরাধ আমার কী বলতে পারো
বলতে পারো কেন,
তালাক দিয়েছে এই কথাটি
কেউ না জানে যেন।
ছেড়ে গেছে সে কতদিন হলো
তাও গেছি কবে ভুলে,
তারপরো কেন বিব্রত করে
পুরোনো কথা তুলে?
বিনা অপরাধে অপরাধী আমি
আর যে পারি না সইতে,
তালাকপ্রাপ্তা এই আমি কেন
সবারে পারি না কইতে।
ছেড়ে গেছে যে দোষ হবে তার
আমি কোন দোষে দুষ্ট?
তালাক পেয়েছি তালাক পেয়েছি
প্রকাশে হতে চাই তুষ্ট।