তুমি হবে আমার সবুজ শাড়ী
আঁচলটা ভরা লাল,
রাখবে জড়িয়ে অঙ্গ আমার
সারাটা জীবনকাল।
কপাল জুড়ে লাল টিপ হয়ে
থাকবে সূর্যের মতো,
মুছে যাবে যার আলোর ছটায়
অসুন্দর আমার যতো।
তুমি হবে আমার সারা বাঙলার
বিস্তৃত সবুজ মাঠ,
তুমি হবে আমার শ্যামল বাঙলার
ছাঁয়া ঢাকা পুকুর ঘাট।
তুমি হবে আমার নীল আকাশের
তারা ভরা এক রাত,
তুমি হবে আমার লালন ফকির
থাকবে না কোন জাত।
তুমি হবে আমার ধানের শীষে
শিশির ফোঁটা বিন্দু,
তোমার মাঝে খুঁজে নেবো আমি
ঢেউ খেলা এক সিন্ধু।
তোমাকে রাখবো বুকের গহীনে
রুপসী বাঙলার বেশে,
বাঙলাকে আমি বারবার ছোঁবো
তোমার কাছে ছুটে এসে।
পদ্মা মেঘনা ধলেশ্বরী কিংবা সন্ধ্যা নদী
ইছামতিকেও ইচ্ছেমতো তোমার মাঝেই খুঁজি,
স্বাধীন বাঙলার সার্বভৌম মানে
তোমাকেই আমি বুঝি।