কাল বসেছে ধ্যানের মেলা
আইডিইবির ভবনে,
ছোট বড় দল বেঁধে সব
শুনছে কথা এক মনে।


জীবন নিয়ে ভুল ধারণা
গলদ ভরা ভাবনারা,
হারিয়ে যাবে চিরতরে
দেখে নিয়েন আপনারা।


রোগে শোকে কাবু কাহিল
হাজার রকম যন্ত্রণা,
ফেলতে ঝেড়ে জীবন থেকে
দিচ্ছেন গুরু মন্ত্রণা।


জটিল কুটিল হিংসা বিদ্বেষ
ক্ষোভ গীবতে মন ভরা,
বসলে ধ্যানে মনের বাড়ি
যায় সহজে বশ করা।


নেতি চিন্তা হায় হতাশায়
লক্ষ্য ছাড়া জীবন যার,
ধ্যানের মেলায় আসলে পরে
মিলবে শান্তি সুখ অপার।


আমরা সবাই ভালো আছি
আসুন চলে আপনিও,
সুখ সুস্থতায় কাটবে জীবন
কাটবে সাথে গ্লানিও।