গোলাপের গাঁয়ে কাটা আছে ম্যালা
হাস্নাহেনায় সাপ,
আঙ্গুর ফলে এত টক কেন
শিয়ালে বলে করো মাফ।
সালিশ বিচারে ফয়সালা শেষ
বেঘোরে সবাই ঘুম,
আতিপাতি করে সারা ঘর খোঁজে
পড়ে হাতানোর ধুম।
ধরা পড়ে যায় হাতেনাতে, তাই
পালাবার পথ পায় না;
অমুক ভাইয়ের মুক্তি চাই বলে
কেউ মুক্তি আর চায় না।