অবেলাতে তোমার সাথে হঠাৎ কোথাও দেখা
আলো আঁধারি সাঁঝের গল্প চোখের তারায় লেখা;
স্বপ্ন আঁকা স্বপ্ন বোনা আকাশটাকে ছোঁয়া
একটা নতুন গল্প হলো "আনন্দকে পাওয়া"।
দুঃখ নদী দুঃখ সাগর শুঁকায় সুখের রোদে,
আনন্দ আজ ঘর বেঁধেছে আমার সারা বোধে।


হঠাৎ যেন ঈষাণ কোণে মেঘের ঘনঘটা,
চোখের কোণে একটুখানি হাল্কা জলের ছটা।
ভুল ভেবেছি ভুল দেখেছি সবই ছিল মায়া,
আনন্দ নয় ওটা ছিল নয়া দুঃখের ছায়া।
আঁধার রাতে উড়েছিল আকাশ জুড়ে ফানুস,
বুঝি নি তো সামনে আমার ঘুণে ধরা মানুষ।


গল্প লিখি গল্প বলি গল্পেই তুলি সুর,
আনন্দ তোর সঙ্গ কেন এত লাগে মধুর?
আজকে এসব অতীত কালের ফেলে আসা গল্প
আনন্দ তোর কথা এখন মনে পড়ে খুব অল্প।
জীবনটা নয় তুরুপের তাস কিংবা লুডুর গুঁটি,
আনন্দ আজ জীবন থেকে দিলাম তোকে ছুটি।


২৩/৭/২০১৮