দরজা খুলে অপেক্ষাতে আসবি বলে তুই,
দরজা খুলে অপেক্ষাতে
গন্ধরাজ আর জুঁই।
হাস্নাহেনার গন্ধ ছড়িয়ে বেলীর সুবাস নিয়ে
আসবিরে তুই আমার ঘরে ঘর উজালা করে,
আসবিরে তুই চাঁদের আলোয় তারার মেলা নিয়ে
আসবিরে তুই ছোট্ট পায়ে রাঙা ঘুঙুর পরে।
আসবিরে তুই ঝলমলিয়ে
আসবিরে তুই হেসে,
আসবিরে তুই আমার বুকে
শুধুই ভালবেসে।
আসবিরে তুই আমার ঘরে
ভুলে অভিমান,
তুই যে আমার ছোট্ট সোনা
তুই যে আমার প্রাণ।