থাকলে কাছে হয় না আপন
যতই মরো কেঁদে,
অবহেলা নিতে কেন
যাবো কাছে সেধে?
গন্ডী ভেঙে বেরিয়ে দ্যাখো
আপন জনা ম্যালা,
জগৎ জুড়ে সাজিয়ে রাখা
বিধির শতেক খেলা।
রাজা উজির মন্ত্রী সেপাই
যতই ছকে সাজাও,
বিধির বিধান বদলে তুমি
পার পাবে না কোথাও।
বৃত্তে বাঁধা জীবন ভেঙে
টুকরো টুকরো করো,
সীমার মাঝে অসীমটাকে
আঁকড়ে তুমি ধরো।