ভুলে গেছে পাখি মরে গেছে সব
বেঁচে নাই আর কেউ,
প্রেতাত্মারা সুযোগের খোঁজে
ওৎ পেতে আছে; সাথে জুটেছে ফেউ।
পতাকার কোণা খামচে ধরে
মানচিত্রে বসায় দাঁত,
ঠেকাতে জননী সম্ভ্রম হারায়
হয় না তবু কুপোকাত।
বিজয় ঠেকাতে মরণ কামড়ে
ছিন্নভিন্ন করে দেয় পশু,
বোঝে নাই সে বাঙালি নয়
অবুঝ কোন শিশু।