খুব কাছের মানুষ ভেবেছিলাম যাকে
রেখেছিলাম অগাধ আস্থা যার কাছে,
একদিন দেখি বহুদূর তার ঠিকানা
বড় অচেনা অজানা সে আমার।
মিষ্টি করে বোন বলে ডেকেছিল
নিয়েছিল কাছে টেনে,
তারপর একদিন সুযোগ বুঝে
তীক্ষ্ণ ছুরি বসিয়ে দেয় আমার বুকে।
মমতার খোঁজে ছুটে এসে বলে
মায়ের ছাঁয়া দেখছে আমার ভেতর,
সেও ধারালো ছুরি দিয়ে ছিন্নভিন্ন
করে পৈশাচিক হাসি হাসে।
কিবা নারী কিবা পুরুষ
যাকেই করেছি বিশ্বাস,
এক লহমায় সেই বন্ধ করে দিতে চায়
প্রবাহিত আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস।