বোর্ডিং শেষে ইমিগ্রেশনের
বর্ডার ক্রসের পরে,
ফেসবুকেতে বিদায় বলে
জাহাজে আরোহণ করে।
ছোট্ট শিশু মেঘের দেশের
মেঘপরীদের বলে,
মাটি ছেড়ে দ্যাখো আমি
উঠেছি তোমাদের কোলে।
মেঘেরা হাসে আপনমনে
মেঘের কোলে হায়,
ইচ্ছে করে কেউ কি কভু
থাকতে সেথায় চায়!
বন্ধুরা সব উচ্ছসিত
ঘরে ফেরার সুখে,
বার্তা আসে দুইটা ছেড়ে
ঘোরো বিশের দিকে।
একটুখানি ভুলের মাশুল
দুই চার জনায় হয় না,
একে একে জনা পঞ্চাশ
কেউ কথা আর কয় না।
ব্ল্যাক বক্সটা ভরসা এখন
বলছে বোদ্ধা জনা,
হঠাৎ করে থমকে গেল
বচন ভুলে খনা।