অদ্ভূত এক সময় পরিক্রমায়
চলছে এই পৃথিবী,
সাদাকে সাদা, কালোকে কালো
বললেই হতে হয় অপরাধী।
শিক্ষার বড়াই মুখে মুখে চলে
কাজে নেই তার অস্তিত্ব,
নিজের ভাগটা ষোলআনা বোঝে
হোক যে যেমন ক্ষতিগ্রস্ত।
মিথ্যের বেসাতি আর বেহায়াপনার
পসরা সাজিয়ে বসে,
পুঁতিগন্ধময় জীবনের মাঝে
ডুবে থাকে আদিম রসে।
দূ চারটে টিকে থাকা কিছু
কিছুটা ভালো লোক,
যন্ত্রণাভোগে অসিহষ্ণু হয়ে
পৌঁছে যায় পরলোক।
হাল ছাড়ে না তবু অসভ্য জাতের
অসভ্য শিক্ষার কীট,
যশ খ্যাতি আর গ্ল্যামার দিয়ে
বোঝাতে চায় সে ফিট।
অদ্ভূত এক সময় পরিক্রমায়
এদেরকেই দেখতে হয়,
বলা যাবে না ভুলেও কখনো
চলছে নৈতিকতার অবক্ষয়।