বোকার হাসি ভুলেও ভেবো না
বুদ্ধিতে সে পাকা,
ছবির মতোই জীবনটা তার
মিষ্টি রঙে আঁকা।
লিপি নামটি স্বার্থক তার
নকশী আঁকায় পটু,
হেসেই মরে, হেসেই মরে
কয় না কথা কটু।


রিক্ত কিংবা নিঃস্ব সে নয়
কিন্তু রিক্তা নামে,
একটুখানি দেখলে ভেজাল
ভিজে ওঠে ঘামে।
উচিৎ কথা বলার বেলায়
ঝাঁসীর রাণীর বেশ,
গল্পের ঝুড়ি যদি খোলে
আর হবে না শেষ।


খেদি পেঁচি বোঁচা খোঁচা
হোক সে কালা ধলা,
উজাড়িয়া দেয় তুলে
হাতে রুপের ডালা।
নামে শুধু শিল্পী নয়
কাজে দেবে প্রমাণ,
শান্ত সুবোধ হলেও
বিরাট তার সুনাম।


লুনা নামের অর্থটা
ঠিক জানা নাই,
শত পদ রান্নায় তার
কোনো জুড়ি নাই।
কথা কাজে আড্ডায়
থাকে সারাক্ষণ,
গুনে বলো বন্ধুরা
হলাম কত জন?


গো বেচারা টাইপের
মনে হয় তাকে,
লিলি নামের বন্ধুটি
চুপচাপ থাকে।
বন্ধুদের ভালবাসায়
সেও সুখ খোঁজে,
বন্ধুরাই বন্ধুদের
মন ঠিক বোঝে।


এর মাঝে চিপা দিয়ে
উঁকি মারে রিপা,
পরিপাটি বেশবাসে
রুচি যায় মাপা।


সবশেষে রই পড়ে
এক কোণে আমি,
দেখি আর ভাবি শুধু
বন্ধনগুলো কত দামী!