পরের বউটা বড়ই মিঠা
ঘরের বউটা তিতা,
এমনতরো ভাবনা এলে
জ্বলবে জেনো চিতা।
রং এ ঢং এ মন কেড়েছে
পাশের বাড়ীর বউ,
নিমের তিতাও লাগে তখন
মিষ্টি ভরা মৌ।
ভাবে বসে বেঁচারামে
ওর বউটা মিষ্টি বড়,
আমার কেন বউটা বলো
এমনতরো রূড়?
আপন হাতে এবার তুমি
নিজের কবর খোড়ো।
মনের মাঝে কষ্ট ম্যালা
হৃদয় থাকে ফাঁকা,
ওর বউটা নিয়ে ছবি
হলো না আর আঁকা।
ঘুম হারিয়ে শুন্য বুকে
থাকি দু চোখ মেলে,
ওর বউটা ছুঁয়ে দিতাম
একটু সুযোগ পেলে।
ভাবছি যখন নিয়ে আমি
অন্য ঘরের বউ,
ঘরটি আমার শুন্য হলো
জানলো না তো কেউ।
সিঁদেল চোরের পাল্লায় পড়ে
মরলাম অপঘাতে,
ওর বউটা ওরই ঘরে
থাকুক দুধে ভাতে।
গেলো আমার সবই গেলো
আছিস কোথা কে রে,
রাখতে যে চাই নিজের বউটা
শুধুই নিজের করে।


০৯/১১/২০১৬