চাকরী মানে চাকর জীবন
হুকুম মেনে চলা,
ইচ্ছে হলেও ইচ্ছেমতো
যায় না কথা বলা।


ঘড়ির কাটার তালে তালে
মেপে মেপে চলা,
কর্তা মশাইর হুকুমমতো
সুর মিলিয়ে বলা।


তেলের বোতল হাতে নিয়ে
তেলবাজি যে করে,
চাকরী জীবন খেল তামাশায়
সেই চালাতে পারে।


তেলের বোতল ভেঙে গেলে
চাকর হবে দাস,
বিনা দোষে নির্বিচারে
পড়বে গলায় ফাঁস।