রাত আড়াইটায় ভাঙলো রে ঘুম
আর তো আসে না,
কাটতে সময় তাই করি আজ
তাই রে না রে না।
রাত পোহালেই ঈদের সাথে
আবার হবে দেখা,
চেয়ে দেখি পূব আকাশে
হাল্কা আলোর রেখা।
ঈদের সাথে ধেয়ে আসে
সাধ্য সাধের খেলা,
এদিক থেকে ওদিক নিয়ে
বসাই খুশির মেলা।
হোক না বেশি খরচা খরচ
ঈদ বলে আজ কথা,
চলো মাতি ঈদ খুশিতে
ভুলে সকল ব্যথা।