ব্যোম ব্যোম মহাদেব
দেখা দেখি খেলা,
অসুরের ঘরে বসা
সুরে ভরা মেলা।


হাতে নিস ঘটি জল
বেলপাতা সাথে,
পূজো দিতে ফুল দিস
চন্ডালের হাতে।


জাতপাত ভেদাভেদ
ছোঁয়াছুঁয়ি মেনে,
মানবতার লাশ কাঁধে
নিয়ে যাস টেনে।